রাঙ্গামাটি:- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙ্গামাটি সেক্টরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়। রবিবার দুপুরে বিজিবি রাঙ্গামাটি সদর সেক্টর এই প্রীতিভোজের আয়োজন করা হয়।
প্রীতিভোজের পূর্বে বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান আগত সকল অতিথিদের বরণ করে নেন। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় রাঙ্গামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রীতিভোজের পূর্বে বিজিবি রাঙ্গামাটি সেক্টরের কর্মকা- সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর যাত্রা শুরু হয় বিজিবি রাঙ্গামাটি সেক্টরের। শহরের রিজার্ভ বাজার এলাকায় মারিশ্যা ও কাপ্তাই এ ২টি ব্যাটালিয়ন নিয়ে প্রতিষ্ঠা লাভ করে এই সেক্টর। এরপর ১৯৭৯ সালে বরকলে ১টি ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘদিন যাবৎ তিনটি ব্যাটালিয়ন নিয়ে এই সেক্টর এর কার্যক্রম পরিচালিত হতে থাকে। ১৯৯৪ সালে সেক্টর সদর দপ্তর বর্তমান অবস্থানে ঝগড়ার বিলে স্থানান্তরিত হয়। ১৯৮৮ সালে ছোটহরিণায় এবং ১৯৯৪ সালে রাজনগরে ২টি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে অত্র সেক্টর অরব্যাট এ সংযোজিত হয়। বর্তমানে অত্র সেক্টরের অধীনে ৪টি ব্যাটালিয়ন যথাক্রমে ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২৪ মে ২০১৩ তারিখে ওয়াগ্গাছড়া, কাপ্তাই, ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে বরকল, ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২৬ ফেব্রুয়ারি ২০১২ তারিখে ছোটহরিণা এবং ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২৬ নভেম্বর ২০১৫ তারিখে রাজনগরসহ সীমান্ত এলাকার দায়িত্ব পালন করছে।পাহাড়২৪
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com