বিনোদন ডেস্ক:- হলিউডের তুমুল জনপ্রিয় বার্বি খ্যাত অভিনেত্রী মার্গো রবি মাতৃত্বের স্বাদ নিলেন। ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা যায় পুত্রসন্তানের মা হয়েছেন মার্গো রবি। এ বিষয়ে জানা যায়, গত ১৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পুত্র সন্তানের জন্ম দেন এই তারকা। মার্গো রবি এবং টম একারলি দম্পতির প্রথম সন্তান এটি।
অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে গত জুলাই মাসে স্বামী টম একারলির সাথে লন্ডনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। জনপ্রিয় এই অভিনেত্রীকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’তে।
উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন মার্গো। ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা।
মার্গো ছিলেন সেই সিনেমার অভিনেত্রী, টম কাজ করেন সহকারী পরিচালক হিসেবে। এরপর তাদের প্রেমের শুরু।
এ প্রসঙ্গে শনিবার (২ নভেম্বর) ডেইল মেইলের প্রকাশিত প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, নির্ধারিত তারিখের দুই সপ্তাহ আগেই প্রসব ব্যথা শুরু হয় মার্গো রবির। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায় তাদের একটা ছেলে বাবু হয়েছে। মা ছেলে দুজনেই সুস্থ আছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com