রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু এলাকা থেকে অবসরপ্রাপ্ত সেনাসদস্য রুইচাউ মারমাকে অপহরণ করেছে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে।
কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনা সদস্য রুইচাউ মারমাকে ইউপিডিএফ প্রসীত গ্রুপের চাঁদা সংগ্রহকারী রিমনসু ওরফে টুইক্কা মারমা ও পোস্ট পরিচালক চাইসিউ ওরফে অভি মারমার নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল তার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অপহরণকারীরা তাকে দুর্গম বড়ইছড়ি এলাকার দিকে নিয়ে গেছে, যা ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
রুইচাউ মারমার পরিবারও অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে।
তার স্ত্রী জানিয়েছেন, অপহৃত ব্যক্তি সুস্থ আছেন এবং তাকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে বলে আশা করছেন। তবে মুক্তিপণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মারমা জানিয়েছেন, বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে, তাকে শীঘ্রই ছেড়ে দেওয়া হতে পারে। তবে অপহরণের মূল কারণ এখনও স্পষ্ট নয়।
স্থানীয় এক বাসিন্দা জানান, অপহৃত রুইচাউ মারমা অবসরপ্রাপ্ত সেনাসদস্য হিসেবে পাহাড়ের চলমান সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ছিলেন। এটি তার অপহরণের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও পাহাড়ে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ রয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com