খাগড়াছড়ি:- খাগড়াছড়ির পানছড়িতে ব্রাশ ফায়ারে তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর ২০২৪) সকাল ১০টার দিকে প্রতিপক্ষ গ্রুপের এলোপাথাড়ি ব্রাশ ফারারে খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন তিন ইউপিডিএফের কর্মী নিহত হয়েছে, নিহতরা হচ্ছে-সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।
হত্যাকান্ডের ঘটনায় খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ রওনা করেছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা অবরোধ ঘোষণা দিয়ে বলেন, এ ঘটনার জন্য প্রতিপক্ষ গ্রুপ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে গুলি করে হত্যার অভিযোগ করেন।
অন্যদিকে ইউপিডিএফ গণতান্ত্রিক এর পক্ষ থেকে দায় অস্বীকার করে পাল্টা এ হত্যাকা- তাদের অভ্যান্তরিণ দ্বন্দ্বের জের বলে জানিয়ে হত্যার রাজনীতি পথ পরিহারের আহ্বান জানান।
এ ঘটনায় হত্যার প্রতিবাদে জানিয়ে খুনীদের গ্রেফতার-শাস্তির দাবিতে কাজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীরা পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে ক্ষোভ প্রকাশ করে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় হত্যাকা- করে চলেছে বলে মন্তব্য করেন।
বিবৃতিতে ইউপিডিএফের এই নেতা অবিলম্বে পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের প্রত্যাহারের দাবি জানান।
একই সাথে ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক-শ্রমিক সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com