রাঙ্গামাটি:- রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বরণ করে নেয়। নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। কেউ এসেছিল বাহারী সাজে, কেউবা সাদাসিদে পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে।
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মহাসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। এসময় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে সহ-সভাপতি ও রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী,পিএসসি উপস্থিত ছিলেন। এছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক নানা আয়োজনে মুখর ছিলো অডিটোরিয়াম প্রাঙ্গণ।
প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,”পড়াশোনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কলেজ জীবনের দুইটি বছর কাজে লাগিয়ে সফলতার শীর্ষে পৌঁছাতে হবে এবং মানুষের জীবনে কঠোর পরিশ্রম, সততা, সত্যবাদিতা, দেশপ্রেম নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে।”
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com