রাঙ্গামাটি:- খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকরা প্রতীকি কর্মবিরতি পালন করেছে। সোমবার সকালে ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়।
রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে ও চ্যানেল আই প্রতিনিধি মনসুর আহম্মেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, সাবেক প্রেসক্লাব সভাপতি সুনীল কান্তি দে, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাবেক প্রেসক্লাব সভাপতি এসএম শামসুল আলম, সাবেক প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হেফাজত সবুজ ও ছত্রং চাকমা, একাত্তর টিভির প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে গত ৫ আগস্টের পর ৫টি মামলা দায়ের করা হয়েছে। যা মিথ্যা ও নির্যাতনমূলক। তাঁর বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলার মামলা দেয়া হয়েছে, যা উদ্দেশ্যমূলক। এই ধরনের হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তার স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ দাবি করে বক্তারা দ্রুত প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। বক্তারা দ্রুত সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রত্যাহারসহ এই আইনে দায়েরকৃত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানানG
প্রতীকি কর্মবিরতি শেষে সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।
প্রসঙ্গত, প্রদীপ চৌধুরী ছাড়াও খাগড়াছড়ি জেলায় বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁরা হলেন, এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক কালেরকন্ঠ আবু দাউদ, সময়টিভি ও জনকন্ঠ জেলা প্রতিনিধি জীতেন বড়ুয়া, ভোরের ডাক ও দৈনিক অরণ্যবার্তা জেলা প্রতিনিধি আজিম উল হক, দেশটিভি ও বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কম জেলা প্রতিনিধি অপু দত্ত, যমুনা টিভি জেলা প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ, ভোরের কাগজ জেলা প্রতিনিধি শংকর চৌধুরী। এছাড়াও উপজেলা পর্যায়ে আরো পাঁচ সাংবাদিকের নামে মামলা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com