স্পোর্টস ডেস্ক:- ৯৮ ভোট পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবার্চনে এক নম্বর সদস্য হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন। ফুটবলারদের মধ্যে সদস্য পদে আরো জিতেছেন গোলাম গাউস, সত্যজিৎ দাশ রুপু, ছাইদ হাসান কানন,বিজন বড়ুয়া ও জাকির হোসেন চৌধুরী ।
গত নির্বাচনে জিততে পারেননি ইকবাল হোসেন। এবার সর্বাধিক ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। গত নিবার্চনে সহ-সভাপতি পদে ফেল করা আমিরুল ইসলাম বাবু ৯৬ ভোট পেয়ে হয়েছেন দ্বিতীয় । প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিয়ে ৯২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন গোলাম গাউস। ২০২০ সালের নির্বাচনে প্রথম হওয়া জাকির হোসেন চৌধুরি ৮২ ভোট পেয়ে সপ্তম হয়েছেন। ৭২ ভোট পেয়ে সত্যজিত দাস রুপু দশম, ৬৭ ভোটে ছাইদ হাসান কাকন ১২তম ও ৬২ ভোটে বিজন বড়ুয়া ১৪তম সদস্য নির্বাচিত হয়েছেন।
সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। বিতর্কিত এই নারী ফুটবল কর্মকর্তাও শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছেন। ফিফা ও বাফুফের নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের স্ত্রী তাসমিয়া রেজোয়ানা প্রার্থী হয়েছিলেন। তিনি জিততে পারেননি।
বিগত সময়ে সদস্য পদে হারা কামরুল হাসান হিল্টন,সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন এবার সদস্য পদে জয়ী হয়েছেন। পুরোনোদের মধ্যে আবারও জিতেছেন টিপু সুলতান, মাহিউদ্দিন সেলিম, ইমতিয়াজ আহমেদ সবুজ। নতুন মুখ মন্জুরুল করিম।সদস্য পদ ১৫ টি। সাইফুর রহমান মনি ও চুয়াডাঙ্গার এখলাস উদ্দিন সমান ৬১ ভোট পেয়ে টাই হয়েছেন। এই পদে পুনরায় ভোট হওয়ার কথা।
বাফুফে নির্বাচনে জয়ী যারা-
ইকবাল হোসেন (৯৮), আমিরুল ইসলাম বাবু (৯৬), গোলাম গাউস (৯২), মাহিউদ্দিন সেলিম (৮৮),টিপু সুলতান (৮৭), মঞ্জুরুল করিম (৮৬), জাকির হোসেন চৌধুরি (৮২), মাহফুজা আক্তার কিরণ (৮১), কামরুল হাসান হিল্টন (৮০), সত্যজিত দাশ রুপু (৭৬), ইমতিয়াজ হামিদ সবুজ (৭২), ছাইদ হাসান কানন (৬৭), সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন ( ৬৬), বিজন বড়ুয়া (৬২)।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com