বান্দরবান:- পুলিশ বিজিবি সদস্যদের কঠোর নিরাপত্তায় চাদরে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে থানচিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজ আয়োজনের শুক্রবার সকালে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন, লিপলেট নিয়ে এক বিক্ষোভ মিছিল বাস স্টেশন থেকে থানচি বাজার ও উপজেলা পরিষদ ঘুরে সরকারি উচ্চ বিদ্যালয়ের শেষ করেন। মিছিল শেষে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংসিং মারমা সঞ্চালনায় যুব নেতা সিওয়াইমং মারমা সভাপতিত্ব করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মংমে মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে সমন্বয়ক রেংহাই ¤্রাে, সমন্বয়ক অংগ্য মারমা, অনন্তর ত্রিপুরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত ১৭ অক্টোবর বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা পবিত্র উৎসবের দিনে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। পুলিশ জড়িদের দুইজনকে গ্রেপ্তার করলেও সহযোগী গংদের গ্রেপ্তার করেনি। পাহাড়ে শান্তির চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে আইন-শৃঙ্খলা বাহিনীদের বৈষম্য আচারণ পরিলক্ষিত হতো না। আইন-শৃঙ্খলার বাহিনীদের পৃষ্ঠপোষকতায় জগন্যতম অপরাধ করলেও পার পেয়ে যাচ্ছে ধর্ষকরা। সহযোগী গংদের অবিলম্বে গ্রেপ্তার ও আদালতে মাধ্যমে যথাযথ শাস্তি ব্যবস্থা গ্রহণের আশু পদক্ষেপ গ্রহণের দাবি করেন আন্দোলনকারীরা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com