খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মহালছড়িতে ধরা পড়ল ১২ কেজি ওজনের চিতল মাছ। আজ শুক্রবার সকালে কাপ্তাই লেকের মহালছড়ি অংশে জেলেদের জালে মাছটি ধরা পরে। জেলেদর কাছ স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান মাছটি কিনে নেয়।
মহালছড়ির কাপ্তাই হৃদ মৎস উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নাসরুল্লাহ বলেন, চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকে পানির পরিমাণ বেশি। পানির স্তর স্বাভাবিক থাকায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরেছে। এখানে প্রায় ৭৫ প্রজাতির মাছ পাওয়া গেলেও চাপিলা, কাচকিসহ ছোট মাছের আধিক্য বেশি। বড় সাইজের মাছ কম ধরা পরে। আজকে ১২ কেজি চিতল ধরা পড়ল। সকালে অবতরণের কেন্দ্রে মাছটি আসার পর মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেয়। প্রতি কেজি ৮শ টাকা দরে ৯ হাজার ৬ শ টাকায় বিক্রি হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com