ডেস্ক রির্পোট:- বহু নির্বাচনী প্রচারে তাকে দেখা গেছে। কিন্তু আগে কখনও নির্বাচনে লড়েননি। বুধবার কেরালার ওয়েনাড লোকসভা আসনের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে নেমে পড়লেন প্রিয়াঙ্কা।
মা সোনিয়া গান্ধী, ভাই রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড় লোকসভা আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী।
এক জনসমাবেশে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, আমি ৩৫ বছর ধরে দলের জন্য নির্বাচনী প্রচারে অংশ নিয়েছি। প্রথমবারের মতো নিজের জন্য ভোট চাইছি।
গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী রাইবেরিলি ও ওয়েনাড় আসনে বিজয়ী হন। দু’টি কেন্দ্রেই ভাইয়ের প্রচারে অংশ নেন প্রিয়াঙ্কা। লোকসভা ভোটে দু’টি আসন থেকেই সাড়ে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল। পরে ওয়েনাড় আসনটি তিনি ছেড়ে দেওয়ায় আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে।
নির্বাচনে প্রিয়াঙ্কা জিতলে গান্ধী পরিবারের তিন সদস্য একসঙ্গে ভারতের সংসদের সদস্য হবেন। বর্তমানে রাহুল গান্ধী লোকসভার সদস্য এবং সোনিয়া গান্ধী রাজ্যসভার সদস্য রয়েছেন। সূত্র : এনডিটিভি
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com