রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনে চার নেতাকে গ্রেপ্তার করেছে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ।
গত মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন, রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলেন- রাঙ্গামাটি জেলা যুবলীগের সহ-সম্পাদক আবু বক্কর লিটন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সাধারণ সম্পাদক মামুন মিন্টু, রাঙ্গামাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো. মাসুম এবং সদর উপজেলা যুবলীগের কার্য্যকরি সদস্য মো. ইসমাইল।
জানা যায়, ৪ অগাস্ট রাঙ্গামাটি শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার ঘটনা ঘটে।
এ অভিযোগের ঘটনায় রাকিব হোসেন নামের এক শিক্ষার্থীর দায়ের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে গ্রেপ্তাকৃতদের পুলিশের পক্ষথেকে আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com