রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৬ ব্যবসায়ীকে ছয় লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ( ২২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করেন, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক বলেন, আপনাদের যেসব সহায়তা প্রদান করা হচ্ছে ক্ষতির তুলনায় এসব সহায়তা কিছু নয়। এরপর আপনাদের এগিয়ে যেতে এসব সহযোগিতা প্রদান করা হচ্ছে।
জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানানো হয়, সহিংসতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১ ব্যবসায়ীকে প্রত্যেককে জনপ্রতি ২৫ হাজার টাকা এবং ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে সর্বমোট ২৬ ব্যবসায়ীকে ৬ লাখ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমাসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি-দীঘিনালায় সহিংসতা ছড়িয়ে পড়লে এ ঘটনায় চারজন নিহত এবং অনেকে আহত হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com