ডেস্ক রির্পোট:- কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ (এক্স)-এ এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।
নিহতরা হলেন- উখিয়ার ক্যাম্প-১৭ (এক্স), ব্লক-১০৪ এর বাসিন্দা আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) এবং মেয়ে আসমা বেগম (১৫)।
ওসি জানান, সোমবার সকালে উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ (এক্স), ব্লক-এস/৪ এবং বি/৬ এ দুর্বৃত্তরা আক্রমণ চালায়। প্রায় ১৫-২০ জনের অজ্ঞাত সন্ত্রাসী দল ঘরে ঢুকে তিনজনকে গুলি করে। এতে আহাম্মদ হোসেন ও তার ছেলে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় মেয়ে আসমা বেগমকে প্রথমে ক্যাম্পের হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই তার মৃত্যু ঘটে।
ওসি আরও জানান, নিহতরা ক্যাম্প-১৭ থেকে এসে অস্থায়ীভাবে ক্যাম্প-২০ তে একটি শেড তৈরি করে বসবাস করছিল।
এ ঘটনার পর এপিবিএন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com