বান্দরবান:- পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি স্বাভাবিক হলে তিন পার্বত্য জেলার পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২০ অক্টোবর) সকালে বান্দরবান শহরের জেলা মডেল মসজিদ ও কমপ্লেক্স ভবনের জায়গা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, একটি পরিবর্তিত পরিস্থিতির পর বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার চালাচ্ছে। মানুষের মাঝে স্বস্তি ফিরে না আসা পর্যন্ত এই সংস্কার কাজ চলমান থাকবে।
এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু.আ. হামিদ জমাদ্দার, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, জেলা পুলিশ সুপার, শহীদুল্লাহ কাওছারসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ধর্ম উপদেষ্টা সকালে বান্দরবান শহরের স্টেডিয়াম এলাকা, নিউ গুলশান, মেঘলা ও রেইছা এলাকায় লম্বা ঘোনার মডেল মসজিদ ও কমপ্লেক্সের জায়গা পরিদর্শন করেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com