খাগড়াছড়ি:- পার্বত্য জেলার খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ১৮ বছর পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) ভোররাতে লক্ষ্মীছড়ি থানার একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত মো. ইউসুফকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন।
জানা যায়, প্রযুক্তির ব্যবহারে বৃহস্পতিবার বিকেল থেকে সাজাপ্রাপ্ত আসামি ইউসুফের গতিবিধি লক্ষ্য করার পর শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে অংশ নেয়া লক্ষ্মীছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিস উদ্দীন, এসআই মাসুদ আলম পাটওয়ারী, এএসআই সুমন বড়ুয়া ও পুলিশ সদস্যরা মানিকছড়ি থানাধীন তিনটহরি এলাকার বাড়ি থেকে দুইটি মামলায় ৬ মাস ও ১ বছরের সাজাপ্রাপ্ত মোঃ ইউসুফকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইউসুফ লক্ষ্মীছড়ি থানার জুগাছড়ি এলাকার মো. এয়াকুবের ছেলে। ২০০৬ সালে সাজা হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যায় ইউসুফ। গ্রেফতার এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ও নাম পরিবর্তন করে। লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. খালেদ হোসেন জানান, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক কার্বারীসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত ইউসুফকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com