ডেস্ক রির্পোট:- পাঞ্জাবে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা আন্দোলনকারীদের নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা RAW-এর বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে এই ষড়যন্ত্রের জন্য তারা দায়ী করেছে র-এজেন্ট বিকাশ যাদবকে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বৃহস্পতিবার (বাংলাদেশ সময় ১৭ অক্টোবর) বিকাশ যাদবের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে বলেছেন, বিকাশ যাদব এখনও আর র-এর সদস্য নন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বিকাশ যাদবকে ‘ওয়ান্টেড’ পলাতকদের তালিকায় রেখেছে।
বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার একটি চক্রান্ত পরিচালনা করেছিলেন যুক্তরাষ্ট্রের মাটিতে। যাদবের সহযোগী ছিলেন নিখিল গুপ্ত। তিনি চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার হয়েছিলেন এবং বিচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে প্রত্যর্পণ করা হয়েছিল। নিখিল গুপ্তকে গত বছর চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার করা হয়েছিল এবং এখন মার্কিন কারাগারে বন্দী রয়েছেন।
এফবিআই বিকাশ যাদবের তিনটি ছবিসহ একটি ‘ওয়ান্টেড’ পোস্টার জারি করেছে।
বিকাশ যাদব ওরফে বিকাশ ওরফে আমানতকে র-এর সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে বর্ণনা করেছে এফবিআই। যাদব এর আগে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেও কাজ করেছেন। ‘ব্যাটল ক্রাফট’ এবং ‘অস্ত্র’ বিষয়ে ‘অফিসার ট্রেনিং’ পেয়েছেন। যাদব একজন ভারতীয় নাগরিক।
সূত্র: হিন্দুস্তানটাইমস
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com