খাগড়াছড়ি:- ব্যবসায়ীদের হয়রানিসহ নানা অভিযোগে খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে খাগড়াছড়ি জেলা বিএনপি এই কমিটি বিলুপ্ত করে আংশিক কমিটি ঘোষণা করে।
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রামগড় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সাথে খাগড়াছড়ি জেলা বিএনপির একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, রামগড় উপজেলা বিএনপির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে এবং কমিটির নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে নানা অনিয়মের অভিযোগের সম্মুখীন হয়েছেন। বিশেষ করে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠে আসায় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এ অবস্থায়, জসিম উদ্দিনকে সভাপতি ও মহিউদ্দিন হারুনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়, যাকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাবের নির্দেশনা দেওয়া হয়েছে।
একই ধরনের অভিযোগের ভিত্তিতে, রামগড় পৌর বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটিও বিলুপ্ত করে মো: ইব্রাহিম খলিলকে সভাপতি ও সাফায়েত মোর্শেদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকেও আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাবের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়াকে এই দুই কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় রামগড়ের কিছু বিএনপি নেতার বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি এবং আওয়ামী লীগ নেতাদের নিরাপত্তা দিয়ে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ উঠে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com