ডেস্ক রির্পোট:- বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা— সিবিআই ইউ. কে এর কার্যকরী কমিটি গত ৬ই অক্টোবর গঠিত হয়েছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সার্বিক পরিচালনায় আয়োজিত নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিম্নলিখিত সদস্যবৃন্দ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সভাপতি আবু আহমেদ খিজির, সহ—সভাপতি মোহাম্মদ আবদদুল হাই, সহ—সভাপতি কাউন্সিলর সাইয়েদ ফিরোজ গনি, মহাসচিব নাসিম চৌধুরী, যুগ্ম মহাসচিব প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মীর রাশেদ আহমেদ, অর্থ সম্পাদক আনিসসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক (ইভেন্ট) প্রকৌশলী মামুনুর রশিদ, জনসংযোগ সম্পাদক মোহাম্মদ আলী রেজা। নব নির্বাচিত কমিটি বাংলাদেশের উন্নয়ন, প্রবাসীদের অধিকার, সমস্যা ও অর্থনৈতিক সম্ভাবনা, উইমেন এম পাওয়ারিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের বিভিন্ন শাখা ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত। বাংলাদেশী প্রবাসীদের কল্যাণে, তাদের সম্যস্যা ও সমাধানে ব্যাপক কার্যক্রম সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com