ডেস্ক রির্পোট:- মধুর প্রতিশোধ নিলো দক্ষিণ আফ্রিকা। গত আসরে যেই অস্ট্রেলিয়ার কাছে হেরে হাতছাড়া করেছিল শিরোপা, এবার সেই তাদের শেষ চারে আটকে দিয়ে ফের ফাইনালে উঠল প্রোটিয়া নারীরা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা৷ টানা দ্বিতীয়বারের মতো শিরোপার শেষ লড়াইয়ে তারা। সেমিফাইনালে আসরের সর্বাধিক শিরোপাজয়ী দল অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে পারে অস্ট্রেলিয়ান নারীরা। জবাবে ১৬ বল হাতে রেখে ২ উইকেটেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা৷
ব্যাটিংয়ে নেমে ১৮ রানেই ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেই ধাক্কা সামলে ওপেনার বেথ মুনির ৪২ বলে ৪৪ নৈপুণ্যে লড়াই করার পুঁজি পায় অজিরা। ভারপ্রাপ্ত অধিনায়ক তাহ্লিয়া ম্যাকগ্রা ৩৩ বলে ২৭ ও ২৩ বলে ৩১ রান করেন এলিস পেরি।
লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা ২৫ রানে হারায় তাজমিন ব্রিটসকে। বাকি সময়ে আর পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে লরা উলভার্ট ও আনেকার ৬৫ বলে ৯৬ রানের জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় চ্যাম্পিয়নদের।
৩৭ বলে ৪২ রান করে ফেরেন দারুণ ছন্দে থাকা অধিনায়ক উলভার্ট। এরপর ট্রায়নকে নিয়ে বাকিটা অনায়াসে সারেন আনেকা। ৪৫ বলে ৭৪ রানের ইনিংস খেলেন আনেকা৷ যা তার ক্যারিয়ার সেরা।
ফলে আট আসরে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারায় প্রোটিয়ারা। তাতে টানা দ্বিতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে গত টানা ছয় আসরে ফাইনাল খেলা অজিরা ফিরল এবার নিয়ম ভেঙেই।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com