বান্দরবান:- বান্দরবানে মাদক মামলায় ম্যাংক্রাট মুরুং নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ম্যাংক্রাট মুরুং (৪৮) আলীকদম উপজেলার মাতামুহুরী রিজার্ভ মৌজা বড়বেতি পাড়া এলাকার মৃত রেংক্লেন মুরুং ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি রাত সাড়ে ৮টায় কুরুকপাতা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ২৩ বীর মেনদং আর্মি ক্যাম্পে সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা তল্লাশি চালিয়ে ম্যাংক্রাট মুরুং এর কাছ থেকে ২০১৫ পিস ইয়াবা উদ্ধার করে। পরে পুলিশকে সোপর্দ করা হলে আলীকদম থানার উপ–পুলিশ পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় দীর্ঘ যাচাই বাচাইয়ের পর আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী ইকবাল করিম জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। আসামি পলাতক থাকায় গ্রেপ্তারের পর থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানান তিনি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com