ডেস্ক রির্পোট:- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ভিন্ন ভিন্ন আদেশে তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সকালে এই চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগ তদন্তাধীন। এসব মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাচ্ছে আসামিদের বিরুদ্ধে। তাদের গ্রেপ্তার দেখানোর প্রয়োজন। ভবিষ্যতে তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে আহত পরিবহন শ্রমিক সোহেলের করা হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমান, গোলাম দস্তগীর গাজী ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের ঘটনায় করা মামলায় বহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ আগস্ট রাতে ঢাকার সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে আটক করা হয়। এ পর্যন্ত ৩৫টির বেশি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ২৫ আগস্ট দিনগত রাতে ঢাকার শান্তিনগর বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের চারটি হত্যা মামলায় এবং ঢাকার খিলগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয় গত ৩ সেপ্টেম্বর। বেশি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকা থেকে আটক করা হয় গত ১৬ আগস্ট। এরপর তাকে ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com