খাগড়াছড়ি:- খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া বলেছেন, পার্বত্য অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পাহাড়কে অশান্ত করে প্রেতাত্মারা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।
এই বিষয়ে পাহাড়ি-বাঙালি সবাইকে খুব সতর্ক থাকতে হবে।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত বিএনপির সহযোগী সংগঠনের সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব যাতে দ্রুত নির্বাচন দেওয়া হয়। সংস্কার করার দায়িত্ব নির্বাচিত সরকারের উল্লেখ করে কালবিলম্ব না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাই।
আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন। দলীয় নেতাকর্মীদের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে বহিষ্কার করার হুঁশিয়ারি উচ্চারণ করেন ওয়াদুদ ভুঁইয়া।
সভায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন প্রমুখ।
এ সময় জেলার নয়টি উপজেলা, তিনটি পৌরসভা ও ৩৮টি ইউনিয়নের সাংগঠনিক নেতারা সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com