ডেস্ক রির্পোট:- দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বর্তমানে চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা এবার নিজের মনের একটি সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ্যে আনলেন। স্মৃতি বিজড়িত নেত্রকোনায় বাকি জীবন পার করার আকাঙ্ক্ষার কথা সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। সেখানে ন্যান্সি লিখেন, আমার জন্ম দাদাবাড়ি এলাকা নড়াইল জেলায়। কিন্তু আমার স্কুল জীবন কেটেছে নেত্রকোনায়। আব্বা আম্মাকে নেত্রকোনা সদর গোরস্থানে দাফন করা হয়েছে। তাই ভাবছি বাকি জীবনটা কাটানোর জন্য নেত্রকোনার ছোটগাড়া এলাকায় মা’র কাছ থেকে পাওয়া জমিতে ছোট্ট একটা টিনের ছাদ দেয়া বাড়ি বানাবো। টিনের চালে বর্ষাকালে বৃষ্টির শব্দ শুনে, সকালে নিজ হাতে করা বাগানে ঘুরে টানা বারান্দায় বসে গরম এক মগ চা-নাস্তা খেয়ে, বিকাল বেলা ভাত, ঘুম দিয়ে উঠে সন্ধ্যায় গানের আসর জমিয়ে রাতের নিস্তব্ধতা উপভোগ না করে মরে গেলে বিরাট আফসোস রয়ে যাবে।
মাঝে মধ্যে দু-একদিনের জন্য রাজধানীর বুকে হয়তো আসবো কিন্তু ফিরে যাবো নেত্রকোনাতেই। সব পাখি ঘরে ফেরে, আমি বাদ যাবো কেন! পরামর্শ চেয়ে ন্যান্সি আরও লিখেন, ছোট্ট দুই রুমের একটা একতলা বাড়ির ডিজাইন কেমন হতে পারে সে ব্যাপারে কারও কোনো ধারণা থাকলে মন্তব্যের ঘরে লিখুন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com