রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রামের অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সুফি সাধক এবং ধর্মীয় নেতা আল্লামা ছৈয়দ নূর মোহাম্মদ শাহ (রহ.)-এর ২৪তম ওফাত বার্ষিকীতে ওরছ মোবারক উদ্যযাপন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী দরবার শরীফে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্যক্তি জীবনে তিনি ছৈয়দ নূর মোহাম্মদ শাহ হলেও সবার কাছে মূলত ‘মারিশ্যা বড় হুজুর কেবলা’ নামেই পরিচিত। তিনি সাধারণ জীবনযাপন এবং ধর্মীয় শিক্ষা বিস্তারের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের মধ্যে বিশেষ শ্রদ্ধা অর্জন করেছিলেন। ইসলামের খেদমতে তিনি দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা এবং মক্তব প্রতিষ্ঠা করেন। হুজুরের মানবিক সহানুভূতি মানুষকে বারবার মুগ্ধ করেছিল, যার মাধ্যমে তিনি এই অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।
হুজুরের ওফাত বার্ষিকীতে প্রতিবছরের মতো এবারও দরবার শরিফে খতমে কোরআন, মিলাদ মাহফিল, হামদ ও নাত পাঠের মাধ্যমে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে তার অসংখ্য ভক্ত ও অনুসারীরা উপস্থিত ছিলেন।
মাহফিলের সভাপতিত্ব করেন হুজুর কেবলার সুযোগ্য উত্তরসূরী সৈয়দ মুহাম্মদ আব্দুন নূর সাহেব, যিনি তাঁর পিতার রেখে যাওয়া আদর্শ ও ধর্মীয় দীক্ষা অনুসরণ করে দরবারের খেদমত চালিয়ে যাচ্ছেন।
খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়, এবং এই মহান সাধকের স্মৃতিচারণে বক্তারা তাঁর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com