খাগড়াছড়ি:- পার্বত্য চট্টগ্রামে প্রতিটি মন্দিরে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।
তিনি বলেন, সবার মানসিক দৃষ্টিভঙ্গি পাল্টালে পাহাড়ে শান্তি ফিরে আসবে, তখন আর আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে না।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের সনাতন সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার এ কথা বলেন। এসময় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এদিন তিনি জগন্নাথ মন্দির, শান্তিনগর গীতাশ্রম মন্দির ও খাগড়াপুর মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শন করেন ও শারদীয় উপহার পৌঁছে দেন।
এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল ও খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর মো. জাবির সোবহান মিয়াদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার ও নির্মলেন্দু দাশসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com