খাগড়াছড়ি:- পর্যটকদের পাহাড়ে ভ্রমণে বিরত থাকার যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের কমিউনিটি সেন্টারে সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, সাম্প্রদায়িক ঘটনার সাথে যারা জড়িতদের বিচারের আওতায় আনা হবে। নিজেদের হাতে আইন তুলে না নিতেও তিনি অনুরোধ জানান।
মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার জেরে দীঘিনালায় সহিংস ঘটনার ক্ষতিগ্রস্তদের ২৫ হাজার টাকা কর, ভাঙচুরে ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা করে এবং নিহত ধনরঞ্জন চাকমাকে এক লাখ টাকা দেওয়ার পাশাপাশি খাদ্যশস্য সহায়তা দেওয়া হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com