খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুল্ককর ফাঁকি দিয়ে চোরাই পথে আসা ভারতীয় কাপড় উদ্ধার করেছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোন।
শনিবার ( ৫ অক্টোবর ) গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কাপড়ের মধ্যে রেয়ছে জিন্স প্যান্ট, টি শার্ট, শার্ট ও কলার টি শার্ট । যার বর্তমান বাজার মূল্য ১লাখ ৭৫ হাজার টাকা।
সূত্র জানায়, অবৈধ পথে ভারতীয় কাপড়ের একটি চালান মোটরসাইকেল যোগে নিয়ে আসা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ভোর রাতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু আনন্দ বাজার এলাকায় ওয়ারেন্ট অফিসার টিএ মো. হারুনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাপড় ফেলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় কাপড় জব্দ করা হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা, মাদকদ্রব্য, বিভিন্ন অপরাধ রোধে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। এসব অপরাধ কর্মকাণ্ড দমনে সেনাবাহিনীর এঅভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com