রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালি সংঘাত সংঘষের ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪জনের মধ্যে ২জন শিশু যাদের বয়স ১৭ বছর। তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্রবার ভোরে মোঃ রুবেলকে খাগড়াছড়ি জেলার মানকিছড়ি থেকে গ্রেফতার করা হয়। বাকি ৩জনকে রাঙ্গামাটি শহরের দোয়েল চত্বর ও রিজার্ভ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। রুবেল(২৩) ও আবরার(১৭)কে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। রাকিব (২৭) ও আরিফুল (১৭) অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে আদালতের মাধ্যমে ২শিশু আসামী আরিফুল ও আবরারকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। বাকি ২জনকে আদালত জেলহাজতে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৪জন আসামীকে সন্ধ্যা সাড়ে টায় জেলা দায়রা জজ আদালতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন নেলির আদালতে তোলা হলে আদালত আসামীদের জবাব বন্দী শেষে জেলহাজতে প্রেরণ করে। এঘটনায় ২টি মামলা করা হয়। একটি হত্যা মামলা অপরটি ভাংচুর মামলা।
পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন বলেন, সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালার পাহাড়ি বাঙালি সংঘাত রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়ে। রাঙামাটির ঘটনায় ইতি মধ্যে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। ২জন হত্যা মামলায় বাকি ২জন অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেফতার করা হয়েছে। আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার এক প্রশ্নের জবাবে বলেন, আমরা সাদা-কালো, জাতি-বর্ণ কিছুই দেখবো না। যে দোষী তাকে আইনের আওতায় নিয়ে আসবো। যেন এধরনের ঘটনার পূর্ণাবৃত্তি না ঘটে। কাজ শুরু করেছি এতে সবার সহযোগিতা চাই। আর রাঙামাটি শহরকে শান্তিতে রাখতে চাই।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, এই ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী নিহত অনিকের পিতা আদর চাকমা অপর ভাংচুর মামলার বাদী হয়েছেন পুলিশ। এই ২টি মামলায় ২ শিশুসহ মোট ৪জন আসামী গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আসামী গ্রেফতার অব্যাহত রয়েছে।
প্রসংগত-গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চোর সন্দেহে মামুন নামের এক যুবককে গণধোলাই নিহত ঘটনাকে কেন্দ্র করে দীঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ বাঁধে এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাসহ ৩জন নিহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ২০সেপ্টেম্বর রাঙ্গামাটিতে বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে গিয়ে পাহাড়ি বাঙালি সংঘাত সংঘর্ষ বাঁধে। এতে অগ্নিসংযোগ, অফিস, দোকানপাট ভাংচুরসহ ১জন নিহত হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com