রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় অনুমোদনহীন করাতকলে অভিযান পরিচালনা করে তিনটি করাতকল মালিককে আর্থিক জরিমানা এবং একটি করাতকল সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে লংগদু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহামুদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তিনি লংগদু উপজেলার বাইট্টাপাড়া, ইসলামাবাদ, তিনব্রিজ বটতলা ও ডাঙ্গাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিলউদ্দিন মাহামুদ বলেন, ‘উপজেলা সদরের অদূরে, বাইট্টাপাড়া (বলি বাপের দোকান) এলাকার মামুন মিয়া, ইসলামাবাদ এলাকার মোহাম্মদ কালাম এবং আটারকছড়া ইউনিয়নের তিনব্রিজ বটতলা এলাকার রফিক হোসেনের করাতকলে বৈধ কাগজপত্র না থাকায় করাতকল বিধিমালা অনুযায়ী তিনজনকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডাঙ্গাবাজার এলাকার শহর আলীর করাতকলটি সিলগালা করা হয়।’
তিনি আরো বলেন, ‘এসময় সবাইকে লাইসেন্স করার জন্য এক মাসের সময় দেওয়া হয়। এক মাসের মধ্যে লাইসেন্স করতে না পারলে আবারো অভিযান পরিচালনা করে করাতকল বন্ধ করে দেওয়া হবে বলে সাবধান করা হয়।’ অনুমোদনহীন বাকি করাতকলগুলোতে শীঘ্রই অভিযান চালানো হবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, ‘অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে বনবিভাগের উল্টাছড়ি রেঞ্জ কর্মকর্তা এসএম মাহাবুব উল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছি করাতকলগুলো যাতে লাইসেন্সের আবেদন করে। কিন্তু বেশিরভাগ করাতকলের মালিক কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে করাতকল পরিচালনা করে আসছে।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com