রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে ঘোষণা অনুযায়ী এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নার্সরা। সোমবার সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের প্রধান ফটকে অবস্থান করেন।
সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন কর হয়। কর্মবিরতির ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রোগীরা।
সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি আহবায়ক শুভ্রা রানী বড়ুয়া, সদস্য সচিব মিঠু তালুকদার, সদস্য সাধনা চাকমা, সদস্য রহিমা আক্তার, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য বিভাশ্রী দেওয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য চঞ্চলা চাকমা, নার্সিং ইনস্টিটিউট রাঙ্গামাটির ইনস্ট্রাক্টর আব্দুল্লাহ তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে আমাদের এই কর্মবিরতি।
আমরা গত ২০ দিন ধরে আন্দোলন করে যাচ্ছি। তবে কোন অগ্রগতি না থাকায় কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি। আজ তিন ঘন্টা কর্মবিরতি করেছি কাল ৫ ঘন্টা চলবে। বক্তারা বলেন, আমলা ও ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে যোগ্য ও দক্ষতার ভিত্তিতে ওইসব পদে তাদেরকে পদায়ন করতে হবে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
কর্মবিরতি চলার সময় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা অনেকটা ভেঙে পড়েছে। রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ভোগান্তিতে পড়েছে রোগীরা। নার্সরা কর্মবিরতিতে থাকায় ভোগান্তির কথা জানান রোগীরা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com