ডেস্ক রির্পোট:- সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চল টঙ্গাবাড়ী এলাকায় শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়ে কাউসার মিয়া (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত আরো ৩০ জন। সোমবার দুপুর ১২টার দিকে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের টঙ্গাবাড়ী এলাকায় মন্ডল গ্রুপের সামনে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ম্যাংগটক্স কারখানার অপারেটর ছিলেন।
শ্রমিকরা জানান, সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক চলছিল। সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হন। এসময় যৌথবাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে যৌথবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করলে শ্রমিকরা আরও মারমুখী হয়ে উঠেন। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়। এতে গুলি ও লাঠিচার্জে অন্তত ৩০ শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকরা দাবি করেন।
এনাম মেডিক্যালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক বলেন, 'কাউসারকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার তলপেটে গুলি লেগেছিল।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলমকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com