ডেস্ক রির্পোট:- ইসরায়েলের হামলায় ইয়েমেনের হুদায়দাহ বন্দর জ্বলছে। ছবি: মিডল ইস্ট মনিটরইসরায়েলের হামলায় ইয়েমেনের হুদায়দাহ বন্দর জ্বলছে। ছবি: মিডল ইস্ট মনিটর
হিজবুল্লাহ গেরিলাদের লক্ষ্যবস্তু করে লেবাননে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ অসংখ্য মানুষ নিহত হয়েছেন। লেবাননে হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে থাকা ইরান সমর্থিত হুতিদের লক্ষ্য করে এই হামলা শুরু করেছে দেশটি।
বাংলাদেশ সময় রোববার রাতে বিবিসি জানিয়েছে, ইয়েমেনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইয়েমেনের রাস ইসা এবং হুদাইদাহ এলাকায় হুতিদের সামরিক আস্তানা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা।
ইসরায়েল বলছে, তারা ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রবন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনে হামলার বিষয়ে এক্স-এ পোস্ট করা একটি বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ‘ফাইটার জেট, রিফুয়েলিং এবং ইন্টেলিজেন্স প্লেন সহ বিমানবাহিনীর কয়েক ডজন বিমান নিয়ে আজকে একটি বড় আকারের বিমান অভিযানে ইয়েমেনের রাস ইসা এবং হুদায়দাহ অঞ্চলে হুতি সন্ত্রাসী সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছে।’
আরও বলা হয়েছে, ‘আইডিএফ বিদ্যুৎকেন্দ্র এবং একটি সমুদ্র বন্দরে আক্রমণ করেছে, যা তেল আমদানিতে ব্যবহৃত হয়।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ছবি এবং ভিডিওতে ইয়েমেনের হুদাইদাহ বন্দরে ইসরায়েলের হামলার চিত্র দেখা গেছে।
এদিকে হামলার কথা স্বীকার করে হুতি নিউজ এজেন্সি একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘ইয়েমেনি সমর্থন ফ্রন্ট থামবে না। ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে আমাদের হামলা বন্ধ হবে না।’
এর আগে শুক্রবার ও শনিবার ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতি যোদ্ধারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com