রাঙ্গামাটি:- পর্যটন শহর রাঙ্গামাটিতে আকস্মিকভাবেই বেড়ে গেছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। এরই মধ্যে গত তিনদিনে ৮০ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন।
এদের মধ্যে শিশু, কিশোর ও বৃদ্ধরাও আছেন।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়েছে। রাস্তা ঘাটে এদের ব্যাপক হারে দেখা যাচ্ছে। শহরের প্রায় প্রতিটা অলিগলিতে এসব কুকুর দলবেঁধে ঘোরাঘুরি করছে। কিন্তু বেওয়ারিশ কুকুরকে নিধন কিংবা ভ্যাকসিনের আওতায় আনার বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। পৌর কর্তৃপক্ষ আগে থেকেই ব্যবস্থা নিলে এ পরিস্থিতি হতো না।
এ ঘটনায় শহরের নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর বলেন, গত তিনদিনে কুকুরে কামড়ে আহত হয়ে ৮০ জন হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসেছেন। তাদের সবাই সরকারি ভ্যাকসিন পেয়েছেন। কাছাকাছি সময়ে রাঙ্গামাটিতে এত সংখ্যক মানুষ কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা দেখিনি।
রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, বেওয়ারিশ কুকুরের ব্যাপারে ব্যবস্থা নিতে পৌর প্রশাসককে নিদের্শ দেওয়া হয়েছে।
রাঙ্গামাটি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা জানান, তিনি ছুটিতে আছেন। এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com