রাঙ্গামাটি:-পরিকল্পনা করে সাজাতে পারলে রাঙ্গামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহম্মদ রেজাউল করিম।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মকর্তা বলেন, রাঙ্গামাটি প্রকৃতির সৌন্দর্যে ভরা অপরূপ নগরী। পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ট্যুরিস্ট গাইড তৈরি, খাবারের দাম সাশ্রয়ী, পুরো শহর পরিষ্কার-পরিছন্ন রাখতে পারলে এ সবুজে ভরা শহরকে পিছনে ফিরে থাকাতে হবে না। এখানকার মানুষ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হবে।
‘পর্যটন শান্তির সোপান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার অলোক বিকাশ চাকমার সভাপতিত্বে এসময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ. কে. এম ফজলুল হক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com