খাগড়াছড়ি:- “পর্যটন শান্তির সোপান” এই প্রতিপাদ্যে, নানা আয়োজনে খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনায় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নোমান ইবনে হাফিজ, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো: তফিকুল আলম,খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালনায় বাছিরুল আলম,খাগড়াছড়ি পর্যটন মোটেল ম্যানেজার উত্তম কুমার, খাগড়াছড়ি পিটিআই সুপারিনটেনডেন্ট রুমা দাশসহ জেলা পরিষদের বিভিন্ন হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা,পর্যটন শিল্পের সংশ্লিষ্টরা এতে অংশ নেন।
আলোচনায় বক্তারা খাগড়াছড়ির সম্ভাবনাময় পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন বলেন,পাহাড়ে নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা সম্ভব হলে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com