স্পোর্টস ডেস্ক:- দেশের কোনো ক্রীড়া সংস্থায় কেউ একই পদে দুই মেয়াদের বেশি থাকতে পারবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সঙ্গে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে মতবিনিময় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
সেখাননে তিনি বলেন ‘ক্রীড়া সংস্থাতে দুই মেয়াদের বেশি কেউ একই পদে থাকতে পারবে না। খেলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারবেন, কিন্তু একই পদে দুই বারের বেশি নয়। ’
জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে মতামত দেন ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ২৬ জন। এরপর যুব ও ক্রীড়া উপদেষ্টা বক্তব্য রাখেন। ফেডারেশন-ক্রীড়া সংস্থাগুলোর শীর্ষ পদে আসীন ব্যক্তিরা যে একবার চেয়ারে বসলে আর নড়তে চান না, সেদিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘অনেকেই ফেডারেশনের পদকে দায়িত্ব নয়, ক্ষমতার অংশ মনে করে। আমরা সেটা রোধে কাজ করছি। ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। কারও রাজনৈতিক পরিচয় ক্রীড়াঙ্গনে যেন প্রভাব ফেলতে না পারে। ’
ফেডারেশনগুলোতে বাজেট বৃদ্ধির পাশাপাশি আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে আয়-ব্যায়ের অডিট করার কথাও বলেন তিনি, 'আমরা বাজেট বৃদ্ধি ও স্পন্সরের বিষয়টি নিয়ে কাজ করছি। অনেক ফেডারেশন নিয়ে আমরা আর্থিক দুর্নীতি-অনিয়মের কথা শুনি। প্রতি বছর প্রতিটি ক্রীড়া সংস্থাকে তাদের আয়-ব্যায়ের অডিট রিপোর্ট এবং প্রগ্রেস রিপোর্ট জানাতে হবে, সঙ্গে নিশ্চিত করতে হবে সর্বস্তরের জবাবদিহিতা। '
মতবিনিময় সভায় প্রতি ফেডারেশন থেকে চারজন করে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ফেডারেশনের প্রতিনিধি ছাড়াও সভায় উপস্থিত হন আরও অনেকেই। অনেকে মতামত জানাতে চাইলেও সুযোগ পাননি। এতে কিছুটা বিশৃঙ্খলাও দেখা দেয় অডিটোরিয়ামে। এক পর্যায়ে উপদেষ্টা কিছুট উষ্মা প্রকাশ করে বলেন, 'খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়। জাতীয় জীবনেও এটি শিক্ষণীয়। এখানে আপনারা যারা আছেন, তাদের মধ্যে বর্তমান, সাবেক খেলোয়াড় ও কোচ আছেন। আপনাদের মধ্যে শৃঙ্খলা নেই। '
প্রায় দেড়ঘণ্টা বিভিন্নজনের মতামত শুনেছেন উপদেষ্টা। যারা মতামত জানাতে পারেননি তাদের লিখিত আকারে বা ইমেইলে জানানোর অনুরোধ জানান ক্রীড়া সচিব। তিনি বলেন, লিখিত বক্তব্য পর্যালোচনা করে সার্চ কমিটি গঠন করা হবে। এই কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com