ডেস্ক রির্পোট:- লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘাত ‘প্রায় ঘণ্টায় ঘণ্টায় বেড়ে যাওয়া’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নতুন করে যুদ্ধবিরতি করার ডাক দিয়েছেন তিনি।
বিবিসি-র রাজনৈতিক সম্পাদক ক্রিম মরিসনের সঙ্গে এক সাক্ষাৎকারে স্টারমারকে লেবানন থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে আনার প্রস্তুতিতে সাইপ্রাসে ৭শ’ সেনা মোতায়েনের সরকারি পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ওই উদ্বেগ প্রকাশ করেন।
লেবানন থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে আনার পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু বলেননি স্টারমার। তিনি কেবল বলেন, “আমরা আনুষাঙ্গিক পদক্ষেপ নিয়েছি।”
স্টিারমার আরও বলেন, “কিন্তু এখানে নিউ ইয়র্কে, জাতিসংঘ সাধারণ পরিষদে এটি খুব খুবই স্পষ্ট হয়ে উঠছে যে, এখন পরিস্থিতিটা খুবই বিপজ্জনক। উত্তেজনা বেড়ে যাওয়ার দ্বারপ্রান্ত থেকে সব পক্ষরই সরে আসা উচিত।”
সংঘাত কূটনৈতিক উপায়ে সমাধানের পথ বেছে নেওয়া প্রয়োজন বলে স্টারমার উল্লেখ করেন। তবে তিনি বলেন, “আমি বাড়তে থাকা উত্তেজনা নিয়ে খুবই উদ্বিগ্ন। এই উত্তেজনা এ মুহূর্তে কেবল দিন-দিন নয় বরং প্রায় ঘন্টায়-ঘন্টায় বাড়ছে।”
ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি বলেছেন, লেবাননে সেনা প্রবেশের প্রস্তুতি হিসাবে সাম্প্রতিক হামলা চালানো হচ্ছে।
জাতিসংঘের হিসাবমতে, সোমবার থেকে লেবাননে ইসরায়েলের হামলায় ৯০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, লেবাননের দক্ষিণে এবং বেকা এলাকায় তারা নতুন করে ব্যাপক হামলা চালাচ্ছে।
বুধবার ইসরায়েলের বিমান হামলায় ৫১ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, রাজধানী তেল আবিবে হিজবুল্লাহর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ঠেকিয়ে দিয়েছে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে তেল আবিবে হিজবুল্লাহর এটিই ছিল প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলের আগ্রাসন মোকাবেলা করছে এবং ফিলিস্তিনের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। আর ইসরায়েল বলছে, হিজবুল্লাহর কাছ থেকে আসা হুমকি দূর করাই তাদের লক্ষ্য।
গতবছর ৭ অক্টোবরে গাজায় ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সীমান্তে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা হয়ে এসেছে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ইসরায়েল-হিজবুল্লাহ লড়াই বন্ধে একটি যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। ইসরায়েলের কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে এখনও উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com