রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে জাতিগত সংঘাতের ঘটনায় পরিবহন ভাঙচুর এবং চালকদের মারধরের ঘটনায় শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক সমিতি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে জাতিগত সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫৩ জন আহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্ট সময়ের জন্য রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।
এদিকে এ ঘটনার প্রতিবাদে পাহাড়িরা তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে। এ অবরোধের সমর্থন জানিয়ে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে।
রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকাশ জানান, এ ঘটনায় তাদের ১০টি ট্রাক ভাঙচুর করেছে পাহাড়িরা। এছাড়াও তাদের দুইজন চালককে গুরুতর আহত করেছে।
রাঙ্গামাটি বাস মালিক সমিতির নেতা মঈনুদ্দীন সেলিম বলেন, পাহাড়িরা তাদের তিনটি বাস ভাঙচুর করেছে। এ ঘটনায় পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে শনিবার রাঙামাটিতে সকল প্রকার যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাঙ্গামাটি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, পাহাড়িরা তাদের তিনটি অটোরিকশা ভাঙচুর করেছে। পাঁচজন চালককে বেধড়ক মারপিঠ করেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com