ডেস্ক রির্পোট:- জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান-২০২৩ এ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মূল্যায়নপূর্বক পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য ১৩ সদস্যের ‘জুরি বোর্ড’ পুনর্গঠন করা হয়েছে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা সম্প্রতি প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে গঠিত জুরি বোর্ডে স্থান পেয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গত সরকারের আমলে নানাভাবে উপেক্ষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ কণ্ঠশিল্পী। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে স্থান পেলেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এ বিষয়ে ন্যান্সি বলেন, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। ভীষণ সম্মানিতও বোধ করছি। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে যারা আমাকে এই কাজের জন্য উপযুক্ত মনে করেছেন। একইসঙ্গে দেশবাসীর কাছে দোয়া চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করবো, এতটুকু বলতে পারি। আমি বিশ্বাস করি যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সার্বিকভাবে এটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। এদিকে জুরি বোর্ডে অন্যদের মধ্যে আছেন- গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম প্রমুখ। উল্লেখ্য, নীতিমালা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করে জুরি বোর্ড
আগামী দুই(২) মাসের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com