রাঙ্গামাটি:-রাঙ্গামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শনিবার ৪র্থ দিনের মতো শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী সালমা আফরিন অমি। এছাড়া বক্তব্য রাখেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী তানভীর হোসেন, চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব চাকমা, তানভীর হোসেন, ৩য় বর্ষের আব্দুল হাকিম, ফেরদৌস ইউসুফসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০১৪ সালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের করোনারি একটি ভবনে মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়। সেই থেকে আজো এই ভবনে আমাদের ক্লাস চলমান রয়েছে। পর্যাপ্ত ক্লাসরুম সঙ্কটসহ নানান সীমাবদ্ধতার মধ্যে আমাদের শিক্ষাজীবন পার করতে হচ্ছে। ইতোমধ্যে ৫টি ব্যাচ তাদের শিক্ষাজীবন শেষ করে কলেজ জীবন শেষ করেছে। বর্তমানে ৫টি ব্যাচের ২৭৫ শিক্ষার্থী এই কলেজে বিদ্যাগ্রহণ করছে। শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে কিন্তু আমাদের ক্লাসরুম বাড়ছে না। ২০১৯ সাল থেকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরুর পর উর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্নভাবে আশ^াস প্রদান করলেও আজো স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হয়নি। শিক্ষার্থীরা জানান যতদিন ক্যাম্পাসের কাজ শুরুর দৃশ্যমান কোনও কার্যক্রম চোখে পড়বে না ততদিন ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com