রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বৈষম্যবিরোধী নাগরিক সমাজের উদ্যোগে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় বক্তারা বলেন, জাতীয় সঙ্গীত নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। একাত্তরের মুক্তিয্দ্ধু ও জাতীয় সঙ্গীত নিয়ে কোনও ষড়যন্ত্র বরদাশত করা হবে না। জাতীয় সঙ্গীত আমাদের চেতনার অংশ, এই সঙ্গীতের মাধ্যমে একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও পালন করেছে। কিন্তু এত বছর পর এসে পাকিস্তানি আদর্শের ভাবধারায় পরিচালিত হওয়া একটি অংশ আবারো জাতীয় সঙ্গীত নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সব ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয় সঙ্গীতের মান অক্ষুন্ন রাখার শপথ করেন বক্তারা।
এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী নাগরিক সমাজের সমন্বয়ক মো. আনোয়ার আজিম, সহ সমন্বয়ক জুঁই চাকমা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com