বান্দরবান:- বান্দরবানে পিলখানা বিডিআর হত্যাকান্ডের বিচার ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরীতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে সাড়ে এগারোটায় বান্দরবান প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে ক্ষতিগ্রস্ত পরিবাররা মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন বান্দরবান চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদের প্রতিনিধি উসানু মারমা, আব্দুর রহমান, মিজানুর রহমান, মো. সেলিম উপস্থিত ছিলেন।
একই দাবিতে বান্দরবানে বিডিআর বিদ্রোহের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরের স্মারকলিপি দিয়েছেন।
এদিকে মানববন্ধন কর্মসূচিতে বিডিআর কল্যাণ পরিষদের নেতা আব্দুর রহমান বলেন, পিলখানায় শহিদ ৫৭ অফিসার ও ১৭ সাধারণ নাগরিকের পরিবারের পক্ষে পিলখানা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি। গত ১৫ বছরে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের ট্রায়াল বা তদন্তকে আমরা মানি না। কারণ প্রধান যে হত্যাকারী, নির্দেশদাতা তিনি তখন ক্ষমতায় ছিলেন। পিলখানা হত্যাকান্ড ও বিডিআর বিদ্রোহ পরিকল্পিত ঘটনা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com