রাঙ্গামাটি:- প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে পাহাড়ি ঢলের কারণে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের কুতুকছড়ি এলাকা পানিতে ডুবে গেছে। এতে বিছিন্ন হয়ে গেছে জেলা দুটির সড়ক যোগাযোগ।
বর্তমানে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটি-বান্দরবান, রাঙ্গামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ওপর পাহাড় ধসে পড়েছে।
রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটি-বান্দরবান, রাঙ্গামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ২১টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের কেঙ্গেলছড়ি এলাকা প্লাবিত হওয়ায় জেলা দুটির মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রাঙ্গামাটির ২১টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলার কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায় পাহাড় ধসে যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পরে সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিস টিম মিলে মাটি সরানোর পর রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক চালু হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com