খাগড়াছড়ি:-দীঘিনালায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাজমুল হাসান রিজভী এবং এ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এম এ মোমেন শিহাব।
এ সময় ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়, হাচিনসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবলাখালী শান্তিপুর উঁচ বিদ্যালয় এবং কবাখালী কিন্ডারগার্টেন স্কুলে আশ্রয় নেয়া তিনশত পঞ্চাশ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
এছাড়া ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
অন্যদিকে বিভিন্ন এলাকায় পানিবন্দি তিন শতাধিক বিশ জন পাহাড়ি ও বাঙালিদের উদ্ধার করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com