খাগড়াছড়ি:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তা করা হবে।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে সুশীল সমাজের সঙ্গে মত নিবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ যেন কষ্ট না পায়, সেজন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে বর্তমান সরকার কাজ করতে বদ্ধপরিকর। এজন্য সকলকে ভাই ভাই হিসেবে বসবাস করার পরামর্শ দেন তিনি।
এছাড়া তিনি খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন নিয়েও কথা বলেন।
তিনি জানান, নতুন পরিষদে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে দুজন প্রতিনিধিও রাখা হবে।
এসময় পুলিশ সুপার মুক্তা ধর, সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, বোধিসত্ব দেওয়ান, মথুরা বিকাশ ত্রিপুরা, সেফালিকা ত্রিপুরা ও তরুণ কুমার ভট্টাচার্য বক্তব্য রাখেন।
গতকাল বৃহস্পতিবার থেকে বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এরই মধ্যে চেঙ্গি, মাইনি ও কাসালং নদীর পানি বিপৎসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করায় আশেপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com