রাঙ্গামাটি:- উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে উপজেলার প্রায় নয় হাজার বাসিন্দা। কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ পুকুরের মাছ ঢলের পানিতে ভেসে গেছে।
গত দু’দিন ধরে একই উপজেলার পর্যটন নগরী সাজেকে এখনো আটকা আছে প্রায় কয়েকশো পর্যটক। খাগড়াছড়ির দীঘিনালা, বাঘাইছড়ির বাঘাইহাট এবং মাচালং সড়ক ডুবে যাওয়ায় সাজেক এবং লংগদু উপজেলার সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
এদিকে প্রবল বর্ষণের কারণে আজ রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেখানে যান চলাচল অনেকক্ষণ বন্ধ ছিল। পরে সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা মিলে সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। রাঙ্গামাটির- খাগড়াছড়ির মহাসড়কের কুতুকছড়ি এলাকায় সড়ক ডুবে যাওয়ায় জেলা দু’টির যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে থেকে জানানো হয়, বর্তমানে কাপ্তাই হ্রদে ১০৩ফুট মিনস সী লেভেল পানি রয়েছে। যা বিপদ সীমার থেকে ৫ফুট পানি কম রয়েছে। তবে হ্রদের পানি ১০৮ মিনস সি লেভেল হলে পানি ছাড়া হবে। এইজন্য অফিসিয়ালি অবগত করা হবে জানানো হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com