রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে মেডিকেল কলেজে সব ধরনের ছাত্র সংগঠন রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। রোববার দুপুরে রাঙ্গামাটি মেডিকেল কলেজে একামেডিক কউন্সিলের জরুরী সভার এই সিদ্ধান্ত নেয়া হয়।
রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ প্রীতি প্রসূন বড়ুয়া স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়। নেটিশে আরও বলা হয় সভায় উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে শুধু ছাত্র রাজনীতি নয় কলেজ শিক্ষক-কর্মচারীদের মধ্যে সব ধরনের সকল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা, এতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, রাঙ্গামাটি মেডিকেল কলেজের বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে আহত সকল শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা, কলেজে বৈধ শিক্ষার্থী ব্যতিত বহিরাগতদের অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।
রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ প্রীতি প্রসূন বড়ুয়া ছাড়াও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ প্রীতি প্রসূন বড়ুয়া জরুরী সভার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ও কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সব ধরনের ছাত্র সংগঠন রাজনীতি নিষিদ্ধ নেয়া হয়। আশা করছি দ্রুতই পরিবেশ স্বাভাকিত হবে। শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসতে পারবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com