রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। রবিবার শপথ গ্রহণের পর তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। এর আগে অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন। এসময় অন্য আরেক উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্র্বতী সরকারের আকার প্রধান উপদেষ্টাসহ ১৬ জনে দাঁড়িয়েছে।
রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুক-ই-আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। ঢাকার বাইরে থাকায় ওইদিন শপথ নিতে পারেননি তারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com