ডেস্ক রির্পোট:- গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের ওপর গুরুত্ব আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান যে ভাষণ দিয়েছেন তা নজরে এসেছে ইউরোপীয় ইউনিয়নের। এক বিবৃতিতে তারা বলেছে, আমরা সব পক্ষকে শান্ত থাকতে এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। আরও নিশ্চিত করতে মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ সম্মান এবং গণতান্ত্রিক রীতিনীতি। সাম্প্রতিক ঘটনায় যেসব হৃদয়বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে তাতে গভীরভাবে বেদনাহত ইউরোপীয় ইউনিয়ন। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করে জেনারেল ওয়াকার-উজ জামান যে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সে বিষয়টি নজরে রাখছি। বেআইনিভাবে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার পক্ষপাতহীন তদন্ত নিশ্চিত করতে হবে।
মানবাধিকার জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের খেয়ালখুশি মতো আটক করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দেয়া উচিত। বাংলাদেশের জনগণের অংশীদার হিসেবে এদেশের সমৃদ্ধি এবং উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপীয় ইউনিয়ন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com