শিরোনাম
ভ্যানে লাশের স্তুপ করা ভিডিও আশুলিয়া থানা রোডের নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, হেফাজতসহ ৬ ইসলামি দলের প্রস্তাব সংবিধান পুনর্লিখন ছাড়া উপায় নেই: আলী রীয়াজ খাগড়াছড়ির দীঘিনালা কলেজের হিসাব শাখায় রহস্যজনক আগুন! রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি আবারো বেড়েছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মধ্যরাত থেকে শুরু হচ্ছে মৎস্য আহরণ-বিপনন খাগড়াছড়িতে আলোচিত ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ বেতবুনিয়া থেকে ধাওয়া করে রাউজান এনে মারা হলো শ্রমিক লীগ নেতাকে ছাত্র–জনতার ধাওয়া খেয়ে পোশাক খুলে পালিয়ে গেল আনসার সদস্যরা

সংঘাতের ঘটনায় ঢামেকে ৭৮ লাশ, চিকিৎসা নেন ১৫৫৪, ভর্তি ৩৭১, জীবন শঙ্কায় অনেকে

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ২৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘাত-সংঘর্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ৭৮ জনের মৃত্যুর রেকর্ড করেছে। তাদের কারও লাশ এসেছে হাসপাতালে, আবার কারও মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। এ ছাড়া আহত হয়ে চিকিৎসা নিতে আসেন ১৫৫৪ জন। যাদের মধ্যে ৩৭১ জনকে ভর্তি করা হয়। আহতদের বেশির ভাগই গুলিবিদ্ধ। গত ১৫ই জুলাই থেকে গতকাল দুপুর পর্যন্ত সময়ের এই পরিসংখ্যান দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হতাহতদের মধ্যে শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, রিকশা চালকসহ নানা পেশার মানুষ রয়েছেন। সংঘর্ষে মারাত্মক আহতের মধ্যে অনেকের কোনো না কোনো অঙ্গহানি হওয়ার আশংকা করছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে অনেকের চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কারও এক চোখ, কারও বা দুই চোখেই গুলি লেগেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, জরুরি বিভাগ দিয়ে গত ১৫ই জুলাই থেকে গতকাল পর্যন্ত ৮ দিনে সংঘর্ষের ঘটনায় ১৫৫৪ জনের বেশি রোগী টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত অনেকে ভর্তি হয়েছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। ভর্তি রোগীর সংখ্যা ৩৭১ জন। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে বা হামলায় নিহতদের লাশ আনা হয় হাসপাতালে। রাজধানীর অন্য কয়েকটি হাসপাতাল থেকেও ঢামেকে নিহত কয়েকজনের মৃতদেহ পাঠানো হয়।
ঢাকা মেডিকেলের বাইরে সোহরাওয়ার্দী হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ট) হাসপাতাল, উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালেও নিহতদের লাশ নেয়া হয়। চিকিৎসা নেন অনেক রোগী। বাড্ডা, মালিবাগ, উত্তরা, যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর এলাকার বেসরকারি হাসপাতালেও আহতরা চিকিৎসা নিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সংঘর্ষে আহত ১৫ই জুলাই জরুরি বিভাগ দিয়ে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন ৩০৬ জন রোগী। এরমধ্যে গুরুতর আহত হওয়া ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৩ জন। ১৬ই জুলাই চিকিৎসা নিয়েছেন ১২৯ জন এবং ভর্তি হয়েছেন ৯ জন। এদিন লাশ এসেছে ২ জনের। ১৭ই জুলাই চিকিৎসা নিয়েছেন ৬৫ জন এবং ভর্তি হন ৮ জন। ১৮ই জুলাই চিকিৎসা নিয়েছেন ২৭৬ জন, ভর্তি রোগীর সংখ্যা ৮৭ জন এবং মৃতের সংখ্যা ১১ জন। ১৯শে জুলাই চিকিৎসা নিয়েছেন ৪৮২ জন, ভর্তি রোগীর সংখ্যা ১৫৫ জন এবং মৃতের সংখ্যা ৪১ জন। ২০শে জুলাই চিকিৎসা নিয়েছেন ১৮৯ জন, ভর্তি হয়েছেন ৭৬ জন এবং লাশের সংখ্যা ১৩। ২১শে জলাই চিকিৎসা নেন ৯৩ জন, ভর্তি হয়েছেন ২০ জন এবং লাশের সংখ্যা ৯। গতকাল ২২শে জুলাই দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৪ জন, ভর্তি হয়েছেন ৩ জন এবং সংঘর্ষের ঘটনায় এই দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ জন। সংঘর্ষে গুলিবিদ্ধ অনেক রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে কমপক্ষে ৩৬ জনের চোখে গুলি লেগেছে। তারা চিকিৎসাধীন রয়েছেন। এদের বেশির ভাগ চিরতরে চোখের আলো হারাতে পারেন বলে জানিয়েছেন চক্ষু চিকিৎসকরা। গতকাল চক্ষু বিভাগের ওয়ার্ডে ঘুরে দেখা গেছে, ৩০১, ৩০৫, ৩০৬ ওয়ার্ডে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ রোগীরা চোখের চিকিৎসা নিচ্ছেন। এসব ওয়ার্ডের চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব রোগীর অধিকাংশ চোখ হারানোর শঙ্কায় আছেন। কারও এক চোখ, কারও বা দুই চোখেই গুলি লেগেছে। তাদের বেশির ভাগের চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে। চিকিৎসাধীন বড় অংশের অস্ত্রোপচার প্রয়োজন। অস্ত্রোপচারের পরও অনেকের চোখের আলো ফেরার সম্ভাবনা ক্ষীণ। রোগীর স্বজনরা অভিযোগ করেন, রোগীর চাপ থাকায় চোখে অস্ত্রোপচারের সিরিয়াল মিলছে না। অনেকে বারান্দায় শয্যা পেতে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা জানিয়েছেন, সংঘর্ষে আহতদের মধ্যে শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, রিকশা চালকসহ নানা পেশার মানুষ রয়েছেন। মানবজমিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.net
Website Design By Kidarkar It solutions